সিটিজেন চার্টার

অ্যাপয়েন্টমেন্টঃ 

অত্র ইনস্টিটিউটের সব পরীক্ষার জন্য পূর্ব অ্যাপয়েন্টমেন্ট নেয়া আবশ্যক। অ্যাপয়েন্টমেন্ট এর জন্য অভ্যর্থনা কাউন্টারে যোগাযোগ করুন।

 

***পরীক্ষা বা চিকিৎসার দিন ভিড় এড়াতে আপনি পূর্বাহ্নেই ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন।

 

রোগী এন্ট্রির সময়ঃ

১. আল্ট্রাসনোগ্রাম          : সকাল ০৯:০০ - বেলা ০১:০০ (পূর্বনির্ধারিত Appointment অনুসারে)

২. সিণ্টিগ্রাফী (স্ক্যান)      : সকাল ০৯:০০ - বেলা ১২:০০                        ”

৩. হরমোন পরীক্ষা         : সকাল ০৯:০০ - বেলা ০২:০০                        ”

৪. থাইরয়েড                : সকাল ০৯:০০ - বেলা ০২:০০                        ”

৫. পেট-সিটি                : সকাল ০৯:০০ - বেলা ১২:০০                        ”

 

পরীক্ষার সময়ঃ

১. আল্ট্রাসনোগ্রাম          : সকাল ০৯:০০ - বেলা ০৪:০০  (পূর্বনির্ধারিত Appointment অনুসারে)

২. সিণ্টিগ্রাফী (স্ক্যান)      : সকাল ০৯:০০ - বেলা ০৫:০০                        ”

৩. হরমোন পরীক্ষা         : সকাল ০৯:০০ - বেলা ০৪:০০                        ”

৪. থাইরয়েড                : সকাল ০৯:০০ - বেলা ০৪:০০                        ”

৫. পেট-সিটি                : সকাল ০৯:০০ - বেলা ০৪:০০                        ”

    

রিপোর্ট প্রদানঃ

১. আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার রিপোর্ট পরীক্ষার দিন      : বেলা ০৩:০০ ঘটিকার পর আল্ট্রাসনোগ্রাম

                                                                     অভ্যর্থনা কাউন্টার হতে প্রদান করা হয়।  

২. সিণ্টিগ্রাফী পরীক্ষার রিপোর্ট পরীক্ষার পরের দিন    : বেলা ০২:০০ ঘটিকার পর অভ্যর্থনা কাউণ্টার

                                                                     (৮ তলা) হতে প্রদান করা হয়।

৩. হরমোন পরীক্ষার রিপোর্ট  নির্ধারিত দিন             : বেলা ০২:০০ ঘটিকার পর অভ্যর্থনা কাউণ্টার

                                                                     (৮ তলা) হতে প্রদান করা হয়।

৪. শুধু থাইরয়েড পরীক্ষার রিপোর্ট পরীক্ষার দিন       : বেলা ০২:০০ ঘটিকার পর অভ্যর্থনা কাউণ্টারে

                                                                     (৮ তলা) অথবা কক্ষ নং ৯০৮ হতে প্রদান করা হয়।

৫. পেট-সিটি পরীক্ষার রিপোর্ট নির্ধারিত দিন           : বেলা ০২:০০ ঘটিকার পর কক্ষ নং ৯০৯ (৯ম তলা) হতে প্রদান করা হয়

                                     





    

অনিক-ও-আপিল-কর্মকর্তাগণ

অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS):               

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।

 

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) ও আপিল কর্মকর্তা

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS)

 

  ক্রমিক নং

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তির সময়সীমা

১.

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক)

নাজনীন ওয়ারেস

সচিব

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন

ওয়েব পোর্টাল: www.grs.gov.bd

পরমাণু ভবন, ই-১২/এ আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা- ১২০৭

ফোন: ৫৮১৬০০৩৩

মোবাইল: ০১৭১১২৪৯০৫৭

ই-মেইল: secretary@baec.gov.bd

ওয়েব: www.baec.gov.bd

 

৩০ কার্যদিবস

২.

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে

আপিল কর্মকর্তা

জনাব মো: আব্দুল মোমিন

যুগ্মসচিব

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

www.grs.gov.bd

ভবন নং ৬, ১০ম তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

ফোন: ৮৮-০২-৯৫৪৯৫২৩

মোবাইল: ০১৭১২৯৩৯৩৬৩

ই-মেইল: dta@most.gov.bd

ওয়েব: www.most.gov.bd

 

 

২০ কার্যদিবস

৩.

আপিল কর্মকর্তা

নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে

মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল

অভিযোগ গ্রহণ কেন্দ্র

৫ নং গেইট, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

ওয়েব: www.grs.gov.bd

৬০ কার্যদিবস